দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা গঠিত হয় কোন বছরে?

A ১৯৮১

B ১৯৮৩

C ১৯৮৫

D ১৯৮৭

Solution

Correct Answer: Option C

- SAARC অর্থাৎ South Asian Association for Regional Cooperation একটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
- এর প্রতিষ্ঠা হয় ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর।
- সংস্থাটির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৭টি দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান এবং মালদ্বীপ।
- এই সংস্থার জন্মস্থান ছিল ঢাকা, বাংলাদেশ এবং প্রথম শীর্ষ সম্মেলনও অনুষ্ঠিত হয় ঢাকায় ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর।
- আফগানিস্তান শুরুতে সদস্য না হলেও, ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে ৮ম সদস্য হিসেবে যুক্ত হয় এবং এটিই এখন পর্যন্ত সংস্থাটিতে সর্বশেষ যোগদানকারী দেশ।
- SAARC-এর মোট সদস্য সংখ্যা ৮টি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions