Solution
Correct Answer: Option A
হিট্রাইট সভ্যতা
>> লৌহ ব্যবহার প্রথম শুরু করে যে সভ্যতার লোকেরা- হিট্রাইট।
>> এশিয়া মাইনরে লৌহ যুগের সূচনা হয়- খ্রিস্টপূর্ব ১২০০ অব্দে।
>> হিট্রাইটদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়- ১৯০৬ সালে উত্তর-মধ্য এশিয়া মাইনরের প্রত্নতাত্ত্বিক খনন কাজ চালানোর সময়।
>> হিট্রাইট সাম্রাজ্যের পতন হয়- খ্রিস্টপূর্ব ১২৩০ অব্দে।
>> হিট্রাইট সভ্যতার সময়কাল ছিল- খ্রিস্টপূর্ব ১৬০০ থেকে ১২০০ অব্দ পর্যন্ত।
>> হিট্রাইটদের ধর্মে প্রভাব স্পষ্ট ছিল- হুরিয়ানদের।