উপমহাদেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংক কোনটি?

A রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া

B হিন্দুস্তান ব্যাংক

C হাবিব ব্যাংক লিমিটেড

D ব্যাংক অব শান্সী

Solution

Correct Answer: Option A

- উপমহাদেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংক হল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এটি ১৯৩৫ সালের ২৬শে এপ্রিল প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ভারতের মুম্বাইয়ে অবস্থিত।
- হাবিব ব্যাংক লিমিটেড > উপমহাদেশের প্রথম মুসলিম ব্যাংক,
- ব্যাংক অব শান্সী > বিশ্বের প্রথম ব্যাংক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions