১৯৯৪ সালের বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা কারা?

A    স্টইচকভ ও রোবের্তো

B    সালেনকো ও আর্ডেসন

C    সালেনকো ও স্টইচকভ

D    আর্ডেসন ও রোবের্তো

Solution

Correct Answer: Option C

 

ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা ফুটবল বিশ্বকাপ। ১৯৯৪ সালে বিশ্বকাপ ফুটবলের ১৫ তম আসর বসে আমেরিকায়। ঐ বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন এবং ইতালি রানারর্স আপ হয়। অলেগ সালেনকো ও রিস্টো স্টইচকভ ৬ টি করে গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions