মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে?

A জর্জ বুশ

B আব্রাহাম লিঙ্কন

C জর্জ ওয়াশিংটন

D থিওডর রুসভেল্ট

Solution

Correct Answer: Option C

- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হলেন জর্জ ওয়াশিংটন।
- তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধে কন্টিনেন্টাল আর্মির প্রধান সেনাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন।
- জর্জ ওয়াশিংটনকে মার্কিন যুক্তরাষ্ট্রের 'জাতির পিতা' বলা হয়।
- তাঁর সম্মানার্থেই যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম রাখা হয়েছে 'ওয়াশিংটন ডিসি' (District of Columbia)।

ভুল অপশনগুলো কেন হল না:
আব্রাহাম লিঙ্কন ছিলেন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট যিনি দাসপ্রথা বিলুপ্ত করেন। থিওডর রুসভেল্ট ছিলেন ২৬তম প্রেসিডেন্ট এবং শান্তিতে নোবেল বিজয়ী প্রথম আমেরিকান। জর্জ বুশ (সিনিয়র ও জুনিয়র) যুক্তরাষ্ট্রের আধুনিক সময়ের প্রেসিডেন্ট (৪১তম ও ৪৩তম)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions