Correct Answer: Option A
প্ল্যাটফর্ম অতিক্রম করতে হলে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্য ও প্লাটফর্মের দৈর্ঘ্যের যোগফল অতিক্রম করতে হবে।
মোট দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য + প্লাটফর্মের দৈর্ঘ্য
= ১০০ + ৩০০ = ৪০০ মিটার।
ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৬০ কি.মি.
= ৬০ × ১০০০ মিটার [১ কি.মি. = ১০০০ মিটার]
= ৬০,০০০ মিটার।
এবং ১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড।
এখন,
৬০,০০০ মিটার যেতে সময় লাগে ৩৬০০ সেকেন্ড
১ মিটার যেতে সময় লাগে ৩৬০০ / ৬০,০০০ সেকেন্ড
৪০০ মিটার যেতে সময় লাগে (৩৬০০ × ৪০০) / ৬০,০০০ সেকেন্ড
= (৩৬ × ৪) / ৬ সেকেন্ড
= ২৪ সেকেন্ড।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions