Bir Shrestha Lance Naik Noor Mohammad Sheikh participated in the Liberation War from which sector?
Solution
Correct Answer: Option A
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ:
- নূর মোহাম্মদ শেখের পদবী ছিল ল্যান্স নায়েক।
- তিনি ২৬শে ফেব্রুয়ারি ১৯৩৬ সালে যশোর জেলার নড়াইল মহকুমার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন।
- ২৬শে ফেব্রুয়ারি ১৯৫৯ সালে তদানিন্তন ইপিআর-এ সৈনিক হিসেবে যোগ দেন। মুক্তিযুদ্ধের সময় সেক্টর গঠন হলে ৮নং সেক্টরের দায়িত্ব তার উপর ন্যস্ত হয়।
- তিনি বয়রা সাব-সেক্টরে নিয়োগ পান এবং এই সাব-সেক্টরের অধীনে গোয়ালহাটি, ছুটিপুর ঘাট, ছুটিপুর সেনাক্যাম্প ও বরনীতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বীরত্ব প্রদর্শন করেন।
- বরনীতে, সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন নাজমুল হুদার জীবন রক্ষা করতে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলেন।
- ৫ই সেপ্টেম্বর ১৯৭১ সালে সুতিপুর প্রতিরক্ষা অবস্থানের সামনে ষ্ট্যান্ডিং পেট্রোলের অধিনায়কের দায়িত্ব পালনকালে তিনি পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণ প্রতিহত করেন প্রায় একাই।
- আহত অবস্থায় অধীনস্থ সৈনিকদের নিরাপদে পেছনে পাঠিয়ে দেন এবং শত্রুর মোকাবেলা অব্যাহত রাখার সময় শাহাদাত বরণ করেন।
- পরে, তার সহযোদ্ধারা তার মৃতদেহ উদ্ধার করে সীমান্তবর্তী যশোরের কাশীপুরে সমাহিত করেন।
- স্বাধীন বাংলাদেশ সরকার তার বীরত্বের স্বীকৃতি হিসেবে তাকে 'বীরশ্রেষ্ঠ' খেতাবে ভূষিত করে।