For which book Jibanananda Das received Rabindra Memorial Award?
A Ruposhi Bangla
B Jhora Palk
C Dhusar Pandulipi
D Banalata Sen
Solution
Correct Answer: Option D
- জীবনানন্দ দাশ তার বিখ্যাত কাব্যগ্রন্থ বনলতা সেন এর জন্য রবীন্দ্র স্মৃতি পুরস্কার লাভ করেন।
- ১৯৫৩ সালে নিখিল বঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলনে এই পুরস্কার প্রদান করা হয়।
- বনলতা সেন কাব্যগ্রন্থটি বাংলা সাহিত্যে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয় এবং এটি জীবনানন্দ দাশের অন্যতম শ্রেষ্ঠ রচনা হিসেবে স্বীকৃত।