The generation capacity of Barapukuria Power plant-

A 525 MW

B 1300 MW

C 2400 MW

D 230 MW

Solution

Correct Answer: Option A

- বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট।
- এই বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুরে অবস্থিত।
- বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র হলো দেশের প্রথম কয়লা নির্ভর তাপ বিদ্যুৎকেন্দ্র।
- এটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) দ্বারা পরিচালিত হয়।
- বিদ্যুৎকেন্দ্রটি তিনটি ইউনিট নিয়ে গঠিত: দুটি ইউনিটের ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে এবং তৃতীয় ইউনিটের ক্ষমতা ২৭৫ মেগাওয়াট।
- এই বিদ্যুৎকেন্দ্রটির তিনটি ইউনিটই বর্তমানে বন্ধ রয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions