কতটি দেশ কিয়োটো প্রটোকলের মেয়াদ বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে?

A ১০৮টি

B ১২৪টি

C ১১৯টি

D ১১০টি

Solution

Correct Answer: Option B

কিয়োটো প্রটোকল:

- পূর্ণরূপ: Kyoto Protocol to the United Nations Framework Convention on Climate Change.
- স্বাক্ষর: ১১ ডিসেম্বর, ১৯৯৭
- স্থান: জাপানের প্রাচীন রাজধানী কিয়োটোতে
- লক্ষ্য: বৈশ্বিক উষ্ণায়ন রোধে ১৯৯০ সালের স্তরকে ভিত্তি বছর ধরে নিয়ে উন্নত দেশগুলো তাদের ৬টি গ্রিনহাউস গ্যাসের যৌথ নিঃসরণ ৫.২% হ্রাস করবে
- সদস্য: ১৯২টি
- অন্তর্ভুক্ত নয়: যুক্তরাষ্ট্র, কানাডা, দক্ষিণ সুদান ও অ্যান্ডোরা
- ত্যাগকারী দেশ: কানাডা (২০১২)
- মেয়াদ শেষ হয়: ৩১ ডিসেম্বর, ২০২০
- প্রথম স্তরের মেয়াদ ছিল: ১৫ বছর (১৯৯৭ থেকে ২০১২)
- মেয়াদ বাড়ানো হয়: কাতারের দোহা বৈঠকে ২০১২ সালে (৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত)
- মেয়াদ বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে: ১২৪টি দেশ
- Kigali Amendment: ২০১৬ সালের অক্টোবরে রুয়ান্ডার কিগালিতে কিয়োটো প্রটোকলের ২৮তম সভা অনুষ্ঠিত হয়। এই সভার মাধ্যমে ২০৪৭ সালের মধ্যে হাইড্রোফ্লোরো কার্বনের পরিমাণ ৮০% পর্যন্ত হ্রাস করার লক্ষ্য নির্ধারণ হয়। এছাড়াও, ২১ শতকের শেষ পর্যন্ত তাপমাত্রা ০.৫ ডিগ্রির বেশি না বাড়ানোতে ১৭০টি দেশ সম্মত হয়।

- কিয়োটো প্রটোকল গ্রিন হাউজ গ্যাস নিঃসরণের ভিত্তিতে বিশ্বের দেশগুলোকে ৩ শ্রেণিতে ভাগ করা হয়েছে-
• Annex-I: শিল্পপ্রধান ৪২টি দেশ ও EU কে বুঝায়। এরা বেশি কার্বন নিঃসরণ করে
• Annex-II: উন্নয়নশীল ২৪টি দেশকে বুঝায়। অপেক্ষাকৃত কম কার্বন নিঃসরণকারী।
• Non-Annex Countries (বৈশ্বিক উষ্ণায়নের জন্য যারা দায়ী নয় এমন দেশসমূহ)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions