যে ধাতুর বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি?
A কারক
B বিভক্তি
C যতি
D প্রকৃতি
Solution
Correct Answer: Option D
- যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম প্রকৃতি।
- ক্রিয়াপদের মূল অংশকেও প্রকৃতি বলে।
- প্রকৃতি দুই প্রকার।
যথা:
১) ধাতু বা ক্রিয়া প্রকৃতি
২) নাম প্রকৃতি বা প্রাতিপদিক।