'সকল নাগরিক সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার রাখে'- সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
A ১৭ নং
B ২১(২) নং
C ২৭ নং
D ৩৭ নং
Solution
Correct Answer: Option C
বাংলাদেশের সংবিধানের 'তৃতীয় অধ্যায়' এর "মৌলিক অধিকার" অংশের ২৭ নং অনুচ্ছেদে বর্ণিত হয়েছে।
অনুচ্ছেদ - ২৭ : আইনের দৃষ্টিতে সমতা
সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।
সোর্স: বাংলাদেশের সংবিধান।