জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে ছোট থানা কোনটি?

A থানচি

B শিবগঞ্জ

C রাজস্থলী

D শ্যামনগর

Solution

Correct Answer: Option A

- জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে ছোট থানা হলো বিমানবন্দর থানা, যা ঢাকায় অবস্থিত।
- তবে, যদি উপজেলাগুলোর কথা বিবেচনা করা হয়, তাহলে বান্দরবানের থানচি উপজেলা জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট।
- থানচি একটি পার্বত্য এলাকা, যেখানে জনসংখ্যা খুবই কম এবং এটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর।

- অন্যদিকে, আয়তনের দিক থেকে বৃহত্তম থানা হলো সাতক্ষীরার শ্যামনগর।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions