৯০ মিটার দীর্ঘ একটি রশিকে ২ : ৩ : ৫ অনুপাতে ভাগ করলে সবচেয়ে বড় টুকরাটির দৈর্ঘ্য কত হবে?
A ১৮ মিটার
B ২৭ মিটার
C ৩০ মিটার
D ৪৫ মিটার
Solution
Correct Answer: Option D
অনুপাতগুলোর যোগফল ২ + ৩ + ৫ = ১০
সবচেয়ে বড় অংশের অনুপাত ৫
∴ সবচেয়ে বড় অংশের দৈর্ঘ্য = (৯০ × ৫) ÷ ১০ = ৪৫ মিটার