Solution
Correct Answer: Option B
- লোহার ক্ষয়রোধ প্রক্রিয়াটি গ্যালভানাইজেশন (Galvanization) নামে পরিচিত। এই প্রক্রিয়ায় লোহার উপর দস্তার প্রলেপ দেওয়া হয়।
- দস্তা লোহার চেয়ে বেশি ক্রিয়াশীল ধাতু।
- দস্তা নিজে জারিত হয়ে লোহাকে সুরক্ষা দেয়।
- ধাতু বা সংকর ধাতু যদি বাতাসের অক্সিজেন এবং পানির সংস্পর্শে না আসে তবে ধাতু ক্ষয়প্রাপ্ত হয় না।এটা বিভিন্নভাবে করা যায়, যেমন- রঙ করা, ইলেকট্রোপ্লেটিং, গ্যালভানাইজিং ইত্যাদি।
- গ্যালভানাইজেশন বা গ্যালভানিকরণ হলো মরিচা প্রতিরোধ করার জন্য ইস্পাত বা লোহাতে দস্তার প্রলেপ প্রয়োগ করার প্রক্রিয়া।