কোন কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়?
A ঘনীভবন
B বাষ্পীভবন
C গলনাঙ্ক
D স্ফুটনাঙ্ক
Solution
Correct Answer: Option C
- যে তাপমাত্রায় কোন কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে ঐ পদার্থের গলনাঙ্ক বলে।
- আর কোন কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা গলনাঙ্কের মাধ্যমে নির্ণয় করা যায়।
- কারণ প্রত্যেক বিশুদ্ধ কঠিন পদার্থের একটি নির্দিষ্ট গণনাঙ্ক থাকে।