Solution
Correct Answer: Option B
• বিদ্যাপতি পদাবলির প্রথম কবি। তিনি পদাবলির আদি রচয়িতা।
• তিনি ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন। অর্থাৎ ব্রজবুলি ভাষার প্রবর্তক।
• বিদ্যাপতি মিথিলার কবি। বাঙ্গালি না হয়েও (অবাঙালি কবি) বাংলায় কবিতা রচনা না করেও বাংলা সাহিত্যে এক অবিস্মরণীয় নাম।
• তাঁর উপাধি ‘কবিকণ্ঠহার’।
• তিনি ‘মৈথিলি কোকিল’ ও ‘অভিনব জয়দেব’ নামে খ্যাত ছিলেন।