অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে?
A কানাই
B গেঁয়ো
C চোরা
D বেতো
Solution
Correct Answer: Option C
প্রত্যয় যোগ করলে শব্দের অর্থ অনেক সময় বদলে যায়-
- অবজ্ঞা অর্থে: চোর→চোরা।
- বৃহৎ অর্থে: ডিঙি → ডিঙা।
- সদৃশ অর্থে: বাঘ→ বাঘা।
- জাত অর্থে: ঢাকা → ঢাকাই।