শেক্সপিয়ার রচিত ট্রাজেডি নয় কোনটি?

A Paradise Lost 

B Julius Caesar 

C Hamlet 

D Macbeth

Solution

Correct Answer: Option A

- Bard of Avon নামে খ্যাত William Shakespeare (1564-1616) হলেন ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি ও নাট্যকার।
- তিনি ৩৭টি নাটক রচনা করেছেন।
- তাঁর নাটক সমূহের মধ্যে Macbeth, Hamlet, Julius Caesar, King Lear, Othello ইত্যাদি অন্যতম; যা তার সাহিত্য জীবনে সর্বাধিক খ্যাতি এনে দিয়েছিল।

অন্যদিকে,
- 'Paradise Lost' মহাকাব্যটি Commonwealth Period এর বিখ্যাত কবি John Milton কর্তৃক রচিত।
- এ মহাকাব্য রচনার মাধ্যমে তিনি অধিক খ্যাতি ও সম্মান অর্জন করেন।
- Adam এবং Eve-কে নিয়েই এ কাব্যের কাহিনী আবর্তিত হয়েছে।
- এ কাব্যের মূল বিষয়বস্তু হচ্ছে আদম ও ইভের স্বর্গজীবন, শয়তানের ষড়যন্ত্র, শয়তান কর্তৃক প্রলুব্ধ হয়ে জ্ঞানবৃক্ষের ফল খাওয়ার ফলে তাদের স্বর্গচ্যুতি ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions