Solution
Correct Answer: Option A
- Bard of Avon নামে খ্যাত William Shakespeare (1564-1616) হলেন ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি ও নাট্যকার।
- তিনি ৩৭টি নাটক রচনা করেছেন।
- তাঁর নাটক সমূহের মধ্যে Macbeth, Hamlet, Julius Caesar, King Lear, Othello ইত্যাদি অন্যতম; যা তার সাহিত্য জীবনে সর্বাধিক খ্যাতি এনে দিয়েছিল।
অন্যদিকে,
- 'Paradise Lost' মহাকাব্যটি Commonwealth Period এর বিখ্যাত কবি John Milton কর্তৃক রচিত।
- এ মহাকাব্য রচনার মাধ্যমে তিনি অধিক খ্যাতি ও সম্মান অর্জন করেন।
- Adam এবং Eve-কে নিয়েই এ কাব্যের কাহিনী আবর্তিত হয়েছে।
- এ কাব্যের মূল বিষয়বস্তু হচ্ছে আদম ও ইভের স্বর্গজীবন, শয়তানের ষড়যন্ত্র, শয়তান কর্তৃক প্রলুব্ধ হয়ে জ্ঞানবৃক্ষের ফল খাওয়ার ফলে তাদের স্বর্গচ্যুতি ইত্যাদি।