বাংলাদেশে পাওয়ার ট্রান্সমিশনের জন্য সর্বোচ্চ কত ভোল্টেজের ট্রান্সমিশন লাইন রয়েছে?

A ৪০০ কেভি

B ২৩০ কেভি

C ১৩২ কেভি

D ১১ কেভি

Solution

Correct Answer: Option A

- বিদ্যুৎ জেনারেটিং স্টেশন থেকে রিসিভিং প্রান্ত পর্যন্ত দীর্ঘ অতি উচ্চ ভোল্টেজ লাইনকে প্রাইমারি ট্রান্সমিশন বলা হয়।
- প্রাইমারি ট্রান্সমিশন ভোল্টেজ সাধারণত ১১০ কেভি, ১৩২ কেতি, ২৩২ কেডি ও ৪০০ কেভি পর্যন্ত বা আরো বেশি হতে পারে।
- বাংলাদেশের সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ ৪০০ কেভি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions