Solution
Correct Answer: Option C
দৌলত কাজী (কাজী দৌলত নামেও পরিচিত), ছিলেন মধ্যযুগের একজন বাঙালি কবি। তিনি আরাকান রাজসভার কবি ছিলেন, যদিও তার লেখার ভাষা ছিলো বাংলা। আরাকান রাজসভার আশরাফ খানের আগ্রহে তিনি “সতী ময়না ও লোর চন্দ্রানী" কাব্য রচনা করেন।
আরাকান রাজসভার অন্যান্য কবিগণ হলেনঃ
- দৌলত কাজী,
- আবদুল করিম খন্দকার,
- শমসের আলী,
- কোরেশী মাগন ঠাকুর,
- মরদন প্রমুখ।