একটি বৃত্তের পরিধি ৪৪ সে.মি. হলে বৃত্তটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি?
Solution
Correct Answer: Option B
মনে করি , বৃত্তের ব্যাসার্ধ =r
প্রশ্নমতে ,২πr=৪৪
বা, ২×(২২/৭)×r=৪৪
বা, r=(৪৪×৭)/(২×২২)
বা, r=৭
অতএব ,ক্ষেত্রফল =πr²= π×(৭)²
=২২/৭×(৭)²
=২২×৭
=১৫৪ বর্গ সে.মি