বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধি কে ছিলেন?
A আলেক্সি কোসিগিন
B নিকোলাই টিখোনোভ
C ইয়াকফ মালিক
D আন্দ্রে গ্রোমিকো
Solution
Correct Answer: Option C
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘে তৎকালীন সোভিয়েত (রাশিয়া) ইউনিয়নের প্রতিনিধি রাস্ট্রদুত ইয়াকফ মালিক। তিনি ১৯৪৮-৫২ এবং ১৯৬৮-৭৬ সাল পর্যন্ত এ পদে দায়িত্ব পালান করেন।