আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা (ISO) প্রথম কোন দেশে প্রবর্তন করা হয়?
A জার্মানি
B যুক্তরাষ্ট্র
C যুক্তরাজ্য
D সুইজারল্যান্ড
Solution
Correct Answer: Option D
- আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা (ISO) প্রথম সুইজারল্যান্ডে প্রবর্তন করা হয়।
- ISO (International Organization for Standardization) হল একটি আন্তর্জাতিক মান নির্ধারণকারী সংস্থা।
- এটি ১৯৪৭ সালের ২৩ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভাতে প্রতিষ্ঠিত হয়।