কোন সম্মেলনে জাতিসংঘের রূপরেখা প্রণয়ন করা হয়?

A ওয়াশিংটন সম্মেলন

B ইয়াল্টা সম্মেলন

C মস্কো সম্মেলন

D ডাম্বারটন-ওকস সম্মেলন

Solution

Correct Answer: Option D

জাতিসংঘ প্রতিষ্ঠার ইতিহাসঃ
=============================
লন্ডন ঘোষণা : ১২ জুন ১৯৪১, জেমস প্রাসাদ, লন্ডন, ইংল্যান্ড
- ‘লন্ডন ঘোষণাপত্র' স্বাক্ষর জাতিসংঘ গঠনের প্রাথমিক পদক্ষেপ।

আটলান্টিক সনদ : ১৪ আগস্ট ১৯৪১, ব্রিটিশ রণতরী, আটলান্টিক মহাসাগর
- জাতিসংঘের মেরুদণ্ডরূপে ‘আটলান্টিক সনদ’ প্রচার।

ওয়াশিংটন সম্মেলন : ১ জানুয়ারি ১৯৪২, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
- সম্মিলিত জাতিসংঘ ঘোষণা।

মস্কো সম্মেলন : ১৯— ৩০ অক্টোবর ১৯৪৩, মস্কো, রাশিয়া (সো. ইউনিয়ন)
- সাধারণ নিরাপত্তা সংক্রান্ত চার-জাতি ঘোষণা’ গ্রহণ ।

তেহরান সম্মেলন : ২৮ নভেম্বর—১ ডিসেম্বর ১৯৪৩, তেহরান, ইরান
- সকল দেশকে সদস্য হওয়ার আহ্বান।

ডাম্বারটন-ওকস সম্মেলন : ২১ আগস্ট— ২৮ সেপ্টেম্বর ১৯৪৪, ডাম্বারটন ওকস, যুক্তরাষ্ট্র
- ওয়াশিংটনের ডাম্বারটন ওকস ভবনে জাতিসংঘের রূপরেখা প্রণয়ন, নিরাপত্তা পরিষদ গঠন, স্থায়ী সদস্য নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন মিলিত হয় এবং জাতিসংঘের ৫টি স্থায়ী সদস্য নির্বাচিত করা হয় যা ডাম্বারটন ওকস সম্মেলন নামে পরিচিত।

ইয়াল্টা সম্মেলন : ৪– ১১ ফেব্রুয়ারি ১৯৪৫, ইয়াল্টা, ক্রিমিয়া
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ ও ভেটো ক্ষমতা প্রদান ।

সান ফ্রান্সিসকো সম্মেলন : ২৫ এপ্রিল—২৬ জুন, ১৯৪৫, সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
- ৫০টি রাষ্ট্রের জাতিসংঘ সনদে স্বাক্ষর দান ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions