জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী নোবেল পুরস্কার লাভ করে কত সালে?

A ১৯৮৮

B ১৯৭২

C ১৯৬৮

D ১৯৫১

Solution

Correct Answer: Option A

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীঃ
- গঠিত হয়ঃ ১৯৪৮ সালে (আরব-ইসরাইলের প্রথম যুদ্ধের প্রেক্ষাপটে)
- গঠন করেঃ নিরাপত্তা পরিষদ
- অন্য নামঃ Blue Beret.
- প্রথম মিশনের নামঃ United Nations Truce Supervision Organization (UNTSO) এটি জেরুজালেমে অবস্থিত। প্রতিষ্ঠার পর থেকে এটি এখনো কর্মরত। সবচেয়ে দীর্ঘস্থায়ী মিশন।
- প্রথম মিশনে প্রেরণঃ জেরুজালেমে 
- জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী নোবেল পুরস্কার লাভ করে - ১৯৮৮ সালে।
- এখন পর্যন্ত শান্তিরক্ষী মিশন গঠিত হয়েছেঃ ৭১টি 
- আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২৯ মে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions