The proposed Japanese Economic Zone is situated in -
A Gazipur
B Manikganj
C Norsingdi
D Narayanganj
Solution
Correct Answer: Option D
প্রথম বারের মত জি টু জি ভিত্তিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ২০১৯ সালে জাপানের সুমিতোমো কর্পোরেশনের সঙ্গে বাংলাদেশ সরকার জয়েন্ট ভেঞ্চার চুক্তি করে।এই চুক্তির ফলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক হাজার একর জমির ওপর জাপানি বিনিয়োগকারীদের জন্য অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে ।এটি এশিয়ায় জাপানের সবচেয়ে বড় বিনিয়োগ কেন্দ্র হবে ।