Which of the following countries became the champion in African Cup of Nations -2022?
A Egypt
B Algeria
C Senegal
D Morocco
Solution
Correct Answer: Option C
৯ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি ,২০২২ সালে ক্যামেরুনে অনুষ্ঠিত আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিট শেষে গোল শূন্য ম্যাচে টাইব্রেকারে মিশরকে ৪-২ ব্যবধানে হারিয়ে প্রথম বারের মত আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জয় করে সেনেগাল ।