কতা সালে আনুষ্ঠানিকভাবেজাতিসং ঘের সদর দপ্তরের উদ্বোধন হয়?
Solution
Correct Answer: Option B
- জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।
- এটি ১৬ একর জমিতে ১৯৪৯ থেকে ১৯৫০ সালের মধ্যে নির্মাণ করা হয়।
- ভবনটি ইস্ট নদীর তীরে অবস্থিত।
- সদর দপ্তর স্থাপনের জমি কেনার জন্য জন ডি রকফেলার জুনিয়র ৮ দশমিক ৫ মিলিয়ন ডলার ব্যয় করেন।
- তিনি জাতিসংঘকে এই জমি দান করেন।
- সদর দপ্তরের মূল ভবনটির নকশা প্রণয়ন করেন লে করবুসিয়ে, অস্কার নিয়েমেয়ারসহ আরও অনেক খ্যাতনামা স্থপতি।
- নেলসন রকফেলারের উপদেষ্টা ওয়ালেস কে হ্যারিসন এই স্থপতি দলের নেতৃত্ব দেন।
- আনুষ্ঠানিকভাবে সদর দপ্তরের উদ্বোধন হয় ১৯৫১ সালের ৯ জানুয়ারি।