Solution
Correct Answer: Option B
প্রাচীন গ্রিস হল গ্রিস ইতিহাসের অন্তর্গত প্রাচীন সভ্যতা যা প্রাচীন যুগ খ্রিস্টপূর্ব ৮ম-৬ষ্ঠ শতাব্দীতে শুরু হয়। প্রথম নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে গ্রিসে। সভ্যতা ছাড়া গ্রিকদের অবদান ছিল জ্যামিতি, গণিত ও চিকিৎসা বিজ্ঞানে। ব্যাঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত করে গ্রিকরা। পৃথিবীর মানচিত্র প্রথম অংকন করে গ্রিক বিজ্ঞানীরা। গ্রীক সভ্যতার অন্যতম অবদান গণতন্ত্রের বিকাশে। যুক্তিবাদী দার্শনিক সম্প্রদায়ের উদ্ভব ঘটে গ্রীস সভ্যতায়।