একমেনিড সভ্যতা বলতে বুঝায়-

A হিব্রু সভ্যতা

B পারস্য সভ্যতা

C ফিনিশীয় সভ্যতা

D চৈনিক

Solution

Correct Answer: Option B

- খ্রিস্টপূর্ব ৫৫৯ সালে ক্যালডিয়দের পরাজিত করে সম্রাট ২য় সাইরাস পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
- পারস্য সাম্রাজ্য ভারতের সিন্ধু নদের তীর থেকে ইজিয়ান সাগর এবং ভারত মহাসাগর থেকে কাস্পিয়ান সাগর পর্যন্ত বিস্তৃত ছিল।
- গ্রিক বীর আলেকজান্ডারের কাছে পারস্য সভ্যতার শেষ সম্রাট তৃতীয় দারিয়ুস পরাজিত হলে খ্রিস্টপূর্ব ৩৩০ সালে পারস্য সাম্রাজ্যের অবসান ঘটে।
- এরপর খ্রিস্টপূর্ব ২৫০ সাল পর্যন্ত পারস্য গ্রিকদের দ্বারা শাসিত হয়।
- একমেনিড সভ্যতা বলতে পারস্য সভ্যতাকে বুঝায়

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions