Solution
Correct Answer: Option A
ইনকা সভ্যতার সূচনা হয় দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালার দক্ষিণে কুজকো অঞ্চলে। চৌদ্দ শতকের শেষ দিকে এখান থেকে ইনকা সাম্রাজের বিস্তার শুরু হয়। এ সভ্যতার স্থপতি ছিলেন মানকো কাপেন। ইনকা সভ্যতার বিলুপ্তি ঘটে ষোড়শ শতাব্দিতে। মাচুপিচুতে ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ দেখা যায়।