Solution
Correct Answer: Option D
যেসব শব্দ বিদেশী ভাষা থেকে বাংলায় এসেছে সেগুলোকে বিদেশি শব্দ বলে। যেমন:
- চকলেট (মেক্সিকো),
- মেজেন্টা (ইতালি),
- ক্যাঙ্গারু (অস্ট্রেলিয়া),
- নাৎসি (জার্মানি),
- রিকশা (জাপানি),
- দাম (গ্রিক),
- বাবা (তুর্কি) ইত্যাদি।