৭ বছর আগে পুত্রের বয়স পিতার বয়সের ১/৫ অংশ ছিল ।বর্তমানে তাদের বয়সের অনুপাত ১ঃ৩ হলে ,৭ বছর পর পুত্রের বয়স কত হবে ?
Solution
Correct Answer: Option A
মনের করি
৭ বছর আগে পুত্রের বয়স=x বছর
অতএব,৭ " " পিতার " =৫x বছর
প্রশ্নমতে ,(x+৭)/(৫x+৭)=১/৩
বা,৫x+৭=৩x+২১
বা, ২x=১৪
বা, x=৭
অতএব পুত্রের বর্তমান বয়স =x+৭
=৭+৭=১৪ বছর
অতএব , ৭ বছর পর পুত্রের বয়স হবে =১৪+৭ = ২১ বছর