বার্ষিক ১০% মুনাফায় ,১০,০০০ টাকায় ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত ?
A ১,০০০ টাকা
B ২,০০০ টাকা
C ২,১০০ টাকা
D ১,১০০ টাকা
Solution
Correct Answer: Option C
চক্রবৃদ্ধি মুনাফা -আসল ,C=P(১+ r/১০০)ⁿ
=১০০০০ {১+ (১০/১০০)}²
=১০০০০ {১+ (১/১০)}²
=১০০০০ (১১/১০)²
=১০০০০×{(১১×১১)/(১০×১০)
=১২১০০ টাকা
অতএব ,মুনাফা =১২১০০-১০০০০ টাকা
=২১০০ টাকা