ডি-ডে কিসের সাথে সম্পৃক্ত?

A প্রথম বিশ্বযুদ্ধ

B দ্বিতীয় বিশ্বযুদ্ধ

C স্নায়ুযুদ্ধ

D পারমানবিক

Solution

Correct Answer: Option B

- ডি-ডেই ছিল নাৎসি বাহিনীর প্রথম বড় কোনো পরাজয় তথা জার্মানীর পতনের শুরু।
- ১৯৪৪ সালের ৬ জুন ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে শুরু হওয়া এই যুদ্ধ সামরিক ইতিহাসের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ আক্রমণ বলে বিবেচিত হয়।
- এই আক্রমণ শুরুর দিনটিই ডি ডে নামে পরিচিত।
- এই দিনটিই পরবর্তী যুদ্ধের ভবিষৎ নির্ধারণ করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions