Which of the following pairs is an example of transport layer protocols of the OSI model?
Solution
Correct Answer: Option D
OSI এর পূর্ণরুপ Open System Interconnection। এই মডেলটি নির্ধারণ করেন I SO (International Organization for Standardization) । OSI মডেল মূলত একটি ওপেন স্ট্যান্ডার্ডস । একটি প্রেরক কম্পিউটার যখন ডেটা প্রেরণ করে তখন ডেটা অনেকগুলো মাধ্যম হয়ে গন্তব্য কম্পিউটারে পৌঁছায়। উৎস থেকে গন্তব্যে যাওয়ার সময় ডেটা যাতে ত্রুটিমুক্ত ভাবে পৌঁছাতে পারে সে জন্য কিছু নিয়ম নির্ধারন করা আছে। এই নিয়মগুলোকে প্রটোকল বলা হয়। আর এই প্রটোকলগুলোর সমন্বয়ে তৈরি মডেলটিকেই বলা হয় OSI মডেল।
OSI মডেলকে ৭ টি লেয়ার বা স্তরে ভাগ করা হয়। ট্রান্সপোর্ট লেয়ারে UDP, TCP দুইটা প্রটোকল ব্যাবহার করা যাবে।