প্লেগ মহামারী/ ব্ল্যাক ডেথ শুরু হয় কোথায় ?
Solution
Correct Answer: Option C
চতুর্দষ শতকে ইউরোপ ,এশিয়া ও আফ্রকায় ভয়ংকর এক রোগ ছড়িয়ে পড়ে ।ইতিহাসে ভয়াবহতম এই মহামারী পরিচিত প্লেগ মহামারি নামে।ইউরোপে ১৩৪৬-১৩৫৩ সাল পর্যন্ত চলে এই মহামারি ।পরবর্তীতে এ রোগের নামকরণ করা হয় কিউবনিক প্লেগ ।ইউসিনিয়া পেসটিস নামের এক ব্যাকটেরিয়া ছিল এর মূল হোতা ।এই ব্যাকটেরিয়ার পোষক ছিল আবার ওরিয়েন্টাল রেট ফ্লি নামের এক প্রজাতির মাছি । ভয়ংকর মাছিগুলো ইঁদুরকে কামড়ানোর ফলে ইঁদুর থেকে প্লেগ মানব দেহে ছড়িয়ে পড়ে ।ব্ল্যাক ডেথ /মহামারি প্লেগ এর উৎপত্তি নিয়ে আছে নানা মত । তবে ধারণা করা হয় চীন ও কিরগিজস্তান সীমান্তের তিয়েন শান পার্বত্যাঞ্চল থেকে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে । প্লেগ /ব্ল্যাক ডেথ এশিয়া থেকে চীন বণিকদের মাধ্যমে প্রথম যায় কৃষ্ণসাগরের উপকূলবর্তী ক্রিমিয়া প্রজাতন্ত্রে ।এরপর এখান থেকে ইটালির জেনোয়া ও সিসিলি দ্বীপ হয়ে পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে ।