UNIDO জাতিসংঘের অন্তভুক্ত হয় কত সালে?
A ১৯৬৪
B ১৯৮৫
C ১৯৬৬
D ১৯৮৮
Solution
Correct Answer: Option B
- UNIDO এর পূণরূপ: United Nations Industrial Development Organization
- UNIDO প্রতিষ্ঠিত হয়: ১৯৬৬ সালে ।
- UNIDO জাতিসংঘের অন্তভুক্ত হয়:১৯৮৫ সালে
- UNIDO এর সদর দপ্তর: অস্ট্রিয়ার ভিয়েনায়।