একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ ।ঘরটির ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার এর পরিসীমা কত?

A ৬০ মিটার

B ৪৫ মিটার

C ৬৮ মিটার

D ৬৬ মিটার

Solution

Correct Answer: Option A

ধরি ,
আয়তক্ষেত্রের প্রস্থ =x মিটার
অতএব, "     দৈর্ঘ্য =1.5 x মিটার
অতএব ,ক্ষেত্রফল =x×1.5x =1.5x² বর্গ মিটার
শর্তমতে , 1.5x²=216
           বা,x²=144
    অতএব, x=12
অতএব,প্রস্থ =12 মিটার এবং দৈর্ঘ্য =1.5 ×12 =18 মিটার
অতএব ,পরিসীমা =2(12+18)=60 মিটার ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions