উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র -
A ওডোমিটার
B ক্রনোমিটার
C ট্যাকোমিটার
D ক্রেসকোগ্রাফ
Solution
Correct Answer: Option D
✔ ক্রেসকোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধিমাপক যন্ত্র। বিংশ শতকের শুরুর দিকে আচার্য জগদীশচন্দ্র বসু এটি আবিষ্কার করেন।
✔ ট্যাকোমিটার হল উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র।
✔ ক্রনোমিটার সময় নির্ণায়ক যন্ত্র
✔ মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র ওডোমিটার