Solution
Correct Answer: Option B
রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্য 'শেষ লেখা' ।এটি তাঁর মৃত্যুর পড়ে প্রকাশিত হয় ,তাই তিনি এটির নামকরণ করে যেতে পারেননি ।এ গ্রন্থের কবিতাগুলো তাঁর জীবনের শেষ সময়কালের লেখা এবং কয়েকটি কবিতা মুখে মুখে রচিত ।'তোমার সৃষ্টির পথ ' দুখের আঁধার রাত্রি ' প্রভৃতি এ কাব্যের অন্যতম কবিতা।রবীন্দ্রনাথের কাব্যধর্মী উপন্যাস 'শেষের কবতিয়া ' ।শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর বিতর্কপ্রধান
সমস্যামূলক উপন্যাস 'শেষ প্রশ্ন ' । শরৎচন্দ্রের সর্বশেষ উপন্যাস 'শেষের পরিচয় ' ।এটি তিনি লেখা শেষ করে যেতে পারেননি ।বাকী অংশ রাধারানী দেবী সম্পন্ন করেন।