'দুরবস্থা' শব্দটি সন্ধি বিচ্ছেদের সঠিক রূপ কোনটি?
Solution
Correct Answer: Option D
পূর্বপদের শেষে যদি অ/আ ভিন্ন অন্য স্বরধ্বনির পর বিসর্গ (র-জাত) থাকে এবং পরপদের প্রথমে যদি স্বরধ্বনি থাকে তবে সন্ধির ফলে বিসর্গ 'র' হয়ে যায় এবং পরের স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয় ।
যেমন-
(উঃ + অ = উ + র) দুঃ+অবস্থা = দুরবস্থা,
চতুঃ + অঙ্গ = চতুরঙ্গ ।