'লাইন অব কন্ট্রোল ' কোন দু'টি দেশের সমান্তবর্তী রেখা চিহ্নিত করে?

A পাকিস্তান ও আফগানিস্তান

B ভারত ও বাংলাদেশ

C ভারত ও পাকিস্তান

D ভারত ও মিয়ানমার

Solution

Correct Answer: Option C

» লাইন অব কন্ট্রোল (LOC)ভারত - পাকিন্তান কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা
» লাইন অব একচুয়াল কন্ট্রোল ভারত - চীন ভারত এবং চীনের সীমান্তবর্তী রেখা
» লাইন অব ডিমারকেশন পর্তুগাল - স্পেন পর্তুগাল ও স্পেনের মধ্যে বিভক্তারী সীমারেখা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions