যে বহুব্রীহি সমাসের পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য তাকে কোন সমাস বলে?

A অলুক বহুব্রীহি

B সংখ্যাবাচক বহুব্রীহি

C মধ্যপদলোপদী বহুব্রীহি

D ব্যাধিকরণ বহুব্রীহি

Solution

Correct Answer: Option D

যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের দুটিই বিশেষ্যপদ হয়, তাকে বলে ব্যধিকরণ বহুব্রীহি সমাস।
যেমন -
বীণা পানিতে যার = বীণাপাণি ।
দুই কান কাটা যার = দু কান কাটা
ধামা ধরে যে = ধামা ধরা ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions