চালের দাম ২৫% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যে চাল বাবদ তার খরচ বৃদ্ধি পেল না। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?

A ১২(১/২)%

B ২৫%

C ১৬(২/৩)%

D ২০%

Solution

Correct Answer: Option D

২৫% বৃদ্ধিতে
চালের ক্রয়মূল্য = { ১০০ + ১০০ এর (২৫/১০০)} টাকা = ১২৫ টাকা

ক্রয়মূল্য ১২৫ টাকা হলে কমাতে হবে = ২৫ টাকা
" ১ " " " " = ২৫/১০০ "
" ১০০ " " " " = {(২৫×১০০)/১২৫}

= ২০ টাকা

∴ শতকরা ২০% কমালেন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions