Solution
Correct Answer: Option C
• মুন্সী আব্দুর রউফ, বীরশ্রেষ্ঠ:
- জন্মগ্রহণ করেন ৮ মে ১৯৪৩, ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে।
- পিতা মুন্সী মেহেদি হোসেন, মাতা মুকিদুননেছা।
- বীরশ্রেষ্ঠ খেতাবের সনদ নম্বর ০২ তার নামে নিবন্ধিত।
- ২৬ মার্চ ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
- মুক্তিযুদ্ধ চলাকালে তিনি চট্টগ্রাম সেক্টরের অধীন ১১ নম্বর উইংয়ে দায়িত্ব পালন করছিলেন।
- বীরশ্রেষ্ঠ সাতজন শহীদ মুক্তিযোদ্ধার মধ্যে প্রথম শহীদ হন তিনি।
- ২০ এপ্রিল ১৯৭১ সালে তিনি শহীদ হন।
- তার সমাধি রাঙামাটির বুড়িঘাটে অবস্থিত।