একটি ট্রেনের গতি ৬০ কি.মি./ঘন্টা। ১০০ মিটার যেতে কত সেকেন্ড সময় লাগবে?
Solution
Correct Answer: Option D
দেওয়া আছে,
ট্রেনের বেগ =৬০ কি.মি /ঘণ্টা
=৬০×৫/১৮ মি.সে
=৫০/৩ মি/সে
∴ ট্রেনটি ৫০/৩ মিটার যায় ১ সেকেন্ডে
" ১ " " ৩/৫০ সেকেন্ডে
" ১০০ " " (৩×১০০)/৫০ "
=৬ সে