জাতীয় পতাকা কখনো অর্ধনমিত হয় না কোন দেশে?
Solution
Correct Answer: Option C
- সৌদি আরবের জাতীয় পতাকার জমিনের মধ্যে আরবিতে কলেমা তাইয়্যেবা 'লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ' ।
- ইরানের জাতীয় পতাকার সাদা জমিনে খচিত হয়েছে চারটি চন্দ্র ও এর মাঝে খাড়াভাবে একটি তলোয়ার। সব মিলিয়ে এখানে ' আল্লাহ' শব্দটি প্রকাশ করা হয়েছে।
- এই কারণে বিশ্বের এই দুটি দেশের জাতীয় পতাকা কখনো অর্ধনমিত হয় না।