Solution
Correct Answer: Option A
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক প্রকৃতির প্রহসন (নাটক) 'বৈকুণ্ঠের খাতা' (১৮৯৭)।
- এক আত্মভোলা সরল প্রকৃতির বৃদ্ধকে ঘিরে গড়ে উঠেছে নানা কৌতুকময় ঘটনা, যা এ প্রহসনের মূল বিষয়।
অন্যদিকে,
- দীনবন্ধু মিত্র রচিত প্রহসনধর্মী নাটক 'জামাই বারিক' (১৮৭২);
- অমৃতলাল বসু রচিত নাটক 'বিবাহ বিভ্রাট' (১৮৮৪);
- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক-নাট্য 'হিতে বিপরীত' (১৮৯৬)।